১৪ দোকানের ভাড়া নেবেন না রাসেল




করোনার কারণে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দোকানিদের ঘর ভাড়া মওকুফের কথা বলেছেন বরিশালের আগৈলঝাড়ার ১৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাসেল মিয়া। আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পয়সারহাট হাইওয়ে সড়কের পাশে রাসেলের দোকান ঘরগুলো অবস্থিত।

আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রশিদ মিয়ার ছেলে রাসেল মিয়া বলেন, করোনা এখন আন্তর্জাতিক দুর্যোগ। জাতীয়ভাবে এ দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। তাছাড়া ওই সব ব্যবসায়ীদের নিজেদের, পরিবার সদস্য ও প্রতিবেশীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমার দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রয়োজনে ভাড়া মওকুফের সময় আরও বাড়িয়ে দেবো।

দোকানের ভাড়াটিয়া সাহাদাত বলেন, ঘর মালিক রাসেল মিয়ার মহানুভবতায় আমরা কৃতজ্ঞ। রাসেল মিয়ার মতো অন্য মালিকরাও এগিয়ে আসলে উপকার হতো।