সৈয়দপুরে ৯টি ঘর আগুনে পুড়ে ছাই

Saidpur Agunনীলফামারীর সৈয়দপুরে ৩টি পরিবারের ৯টি ঘরসহ ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৫ মার্চ)  দুপুর ২টার দিকে শহরের কয়া গোলাহাট জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নীলফামারী ফায়ার স্টেশনের দলনেতা মো. এনামুল হক জানান, ওই এলাকার আলমের ছেলে সালামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নীলফামারীর সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও  সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সালামের ২টি ঘর সহ প্রতিবেশি গেল্লুর ছেলে দীনেশ ও  বাবলুর আরও ৭টি ঘর পুড়ে যায়। ৩ পরিবারের প্রায় ৯টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স পণ্য, টিভি, ধান-চাল, পোশাকসহ ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

তবে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান খোকন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।