কোয়ারেন্টিনে না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

 

জরিমানাবরিশালের বানারীপাড়া উপজেলায় দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থাকায় বন্দর বাজারের ভৌমিক বস্ত্রালয়ের মালিক তাপস ভৌমিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ তাকে এ দণ্ড দেন।

ইউএনও বলেন, বন্দর বাজারের ব্যবসায়ী তাপস ভৌমিক ১৩ মার্চ ভারত থেকে তার মাকে নিয়ে বানারীপাড়ায় ফিরে পৌরসভায় নিজ বাসভবনে ওঠেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে নিয়মিত তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করেন ও ১৪দিন ঘরে থাকার নির্দেশ দেন।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশ থেকে ২৪৫ জন প্রবাসী ফিরে আসলেও তার মধ্যে ১০৩ জন প্রবাসী এলাকার বাইরে অবস্থান করছেন। এছাড়া ১৪২ জন প্রবাসীর মধ্যে এ পর্যন্ত ৭৭ জনকে ১৪ দিন করে হোম কোয়ারেন্টিনে রাখা সম্ভব হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির হাসান।