ঠাকুরগাঁওয়ে ২ ছেলেসহ স্বেচ্ছা কোয়ারেন্টিনে এমপি দবিরুল




এমপি দবিরুলদুই ছেলেসহ স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাত বারের এমপি ও প্রবীণ রাজনীতিবিদ দবিরুল ইসলাম। চিকিৎসার জন্য ১৪ দিনের থাইল্যান্ড সফর শেষে জেলার বালিয়াডাঙ্গীতে নিজ বাড়িতে ফেরার পর নিজেদের কোয়ারেন্টিন করেন বলে জানান দবিরুল ইসলামের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলামের ছোট ছেলে মোমিনুল ইসলাম সুমনও কোয়ারেন্টিনে রয়েছেন।

সুজন জানান, তারা তিন জন ১৪ দিন পৃথকভাবে হোম কোয়ারেন্টিনের নিয়ম মেনে ঘরে অবস্থান করবেন। এ সময়ে তারা বাইরে বের হবেন না এবং টেলিফোন বা টেলি কনফারেন্সের বাইরে কোনও সমাবেশ বা অনুষ্ঠানে অংশ নেবেন না।

এর আগে চলতি মাসের ১১ তারিখে এমপি দবিরুল ইসলাম পায়ের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যান। চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরে নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেন সবাই।

উল্লেখ্য, আলহাজ্ব দবিরুল ইসলাম বালিয়াডাঙ্গী-হরিপুর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের নির্বাচিত সংসদ সদস্য।