করোনা ইউনিটে নতুন ভর্তি ১, ছাড়া হলো ৪ জনকে

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে শনিবার (২৮ মার্চ) সকালে আরও একজনকে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষার পর করোনা শনাক্ত না হওয়ায় পুলিশ সদস্য ও শিক্ষিকাসহ চার জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন খুমেক হাসপাতালের করোনা ইউনিটে মেহেরপুর ও সাতক্ষীরার ২ জন ভর্তি রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই জনের স্যাম্পল পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে নেগেটিভ আসায় তারাসহ নড়াইল ও বটিয়াঘাটার আরও দুজন, মোট চার জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সকালে সাতক্ষীরার একজনকে এখানে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মেহেরপুরের একজন করোনা ইউনিটেে আগে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন ১৯৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।