খুলনা বিভাগে নতুন ৩০১ জন হোম কোয়ারেন্টিনে

খুলনা বিভাগকরোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন ৩০১ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে খুলনায় ১৯ জন, বাগেরহাটে ১৫ জন, সাতক্ষীরায় ১০৬ জন, যশোরে ১০১ জন, ঝিনাইদহে ২৭ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ৬ জন, কুস্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৪ জন ও মেহেরপুরে ১৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এ ২৪ ঘন্টার মধ্যে বিভাগ থেকে ৯৯৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, খুলনার উপজেলাগুলোতে শুক্রবার বেলা ১০টা থেকে শনিবার বেলা ১০টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে দাকোপে ২ জন, বটিয়াঘাটায় ১ জন, তেরখাদায় ১ জন, ফুলতলায় ৩ জন, পাইকগাছায় ৬ জন, কয়রায় ৬ জন রয়েছে।

এ নিয়ে খুলনায় এ পর্যন্ত এক হাজার ৭৪৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হল। এরমধ্যে ১৯৮ জনকে ১৪ দিনের মেয়াদ শেষে ছাড়পত্র প্রদান করা হয়েছে।