ওসমানী মেডিক্যালে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র ও কিট পৌঁছেছে

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনাভাইরাস পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর মেশিনসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং ৫০০ কিট পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) এসব যন্ত্রপাতি ও কিট হাসপাতালে পৌঁছায়। তবে আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো প্রস্তুত করতে সময় লাগায় আগামী সপ্তাহ থেকে এখানে পরীক্ষা করা হবে। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় জানান,  হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে লাইব্রেরি কক্ষে এসব যন্ত্রপাতি স্থাপনের জন্য ল্যাব তৈরির কাজ চলছে। আমাদের কাছে এখন ৫০০ কিট রয়েছে। সেই সঙ্গে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের আরও পাঁচ হাজার কিট দেবে বলে জানিয়েছে।

তিনি বলেন, ‘প্যাথলজিস্ট বিভাগের স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর তারা যাদের নির্ধারণ করবেন তারাই ল্যাবে কাজ করবেন। ল্যাবে যারা কাজ করবেন তাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামও দেওয়া হবে।’