এক মাসের রেশন বিলিয়ে দিলেন তারা

নারায়ণগঞ্জে অসহায়দের খাদ্য সামগ্রী দিলেন কারা কর্মকর্তারানারায়ণগঞ্জ জেলা কারাগারের ১৫০ কর্মকর্তা ও কর্মচারী তাদের এক মাসের রেশন অসহায় দারিদ্র মানুষের মধ্যে বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে নরগরীর সস্তাপুর জেলা কারাগারের সামনে ৫০০ পরিবারের সদস্যদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, পেঁয়াজ, লবণ, সাবান ও মাস্ক।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ, জেলার শাহ রফিকুল ইসলামসহ অনেকে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ সাহা জানান,  জেলা কারাকারের প্রতিটি সদস্য ও তার পরিবারের জন্য সরকার যে রেশন দেয় তার এক মাসের রেশন অসহায়, দারিদ্র ও খেটেখাওয়া দিন মজুরদের মধ্যে বিতরণ করার জন্য হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বিশ্ব পরিস্থিতি খুবই খারাপ। আমাদের দেশের মানুষকে সরকার নিরাপদে রাখতে ছুটি ঘোষণা করেছেন। কিন্তু এই ছুটির সময়  খেটে থাওয়া মানুষের মুখে আহার তুলে দিতে সামাজিক দায়িত্ব থেকে জেলা কারাগারের প্রতিটি সদস্য ও তাদের পরিবার  সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।’খাদ্য সামগ্রী নিতে আসা ব্যক্তিরা নিরাপদ দূরত্বে দাঁড়ান

তিনি আরও জানান, ‘শুধু কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরাই নন, বন্দিরাও তাদের সামাজিক দায়িত্ব থেকে জেলা কারাগারের ভেতরে স্থাপিত কারাগার্মেন্ট রিজিলিয়ান থেকে বিনা পারিশ্রমিকে মাস্ক তৈরি করেছেন। সেই  মাস্ক খেটে খাওয়া মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।’