বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে কিশোরগঞ্জের নাগরিক ফোরাম

91453707_2972497486148255_4261017314691907584_nস্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরা কিছুটা বিপাকে পড়েছেন। তাই তাদের বাড়ি বাড়ি খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে সংগঠনটি। প্রথম পর্যায়ে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু ও দুই কেজি ডালের প্যাকেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি রেল স্টেশন, বাস টার্মিনাল, বাজারসহ শহরের অন্তত পঞ্চাশটি জায়গায় তারা বেসিন স্থাপন করেছে।

দিন-রাত পরিশ্রম করে তারা তৈরি করছে হাজার হাজার স্যানিটাইজার। মসজিদ ও মন্দিরগুলোতে পাঠানো হচ্ছে সাবান।
নাগরিক ফোরামের পাশাপাশি ইতোমধ্যে আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ ধরনের কর্মসূচিতে মাঠে নেমেছে।

কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি বলেন, 'করোনা পরিস্থিতি শুরু থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এই অরাজনৈতিক সংগঠনটি এর আগেও দেশের প্রতিটি দুর্যোগে নাগরিকদের উন্নয়নে কাজ করেছে।'