জ্বরে গার্মেন্টসকর্মীর মৃত্যু, বাড়ি লকডাউন

টাঙ্গাইলটাঙ্গাইলের মধুপুরে জ্বর, সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান হবি (৩৫) নামে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তিনি মারা যান। হবি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে আশপাশের বাড়ির লোকজন দূরে সরে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউনের ঘোষণা দেয়। সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 
নিহত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে।

মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, ‘হাবিবুর ঢাকায় গার্মেন্ট কারখানায় কাজ করতেন। গত রবিবার জ্বর নিয়ে তিনি বাড়িতে আসেন। বিষয়টি তার পরিবার গোপন রেখেছিল। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়েছিল। মঙ্গলবার রক্তবমি করতে করতে তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন বলেন,  ‘প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। নমুনা ঢাকায় পাঠানো হবে। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা পরীক্ষার পর জানা যাবে। ধর্ম মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট একটি টিম ওই ব্যক্তির দাফন সম্পন্ন করবে বলেও তিনি জানান।’