খাবারের জন্য চা শ্রমিকদের বিক্ষোভ

চা শ্রমিকদের বিক্ষোভকরোনাভাইরাস ঠেকাতে সারাদেশে ঘরবন্দি মানুষ। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকে। তবে এই পরিস্থিতিতে ক্ষুধার জ্বালায় শত শত চা শ্রমিক বিক্ষোভ করেছেন। ‘দুই মুঠো ভাত দে’ দাবিতে স্লোগান দিয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরা। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে শতাধিক চা শ্রমিক এ বিক্ষোভ করেন। দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করার পর স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে তারা ফিরে যান।

বিক্ষোভ করতে আসা চা শ্রমিক কৈলাশ মুন্ডা জানান, ‘করোনাভাইরাসে মরার আগে আমরা না খেয়েই মরে যাবো। এখন পর্যন্ত কেউ আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসেনি।’

কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, ‘এখন পর্যন্ত চা শ্রমিকদের কোনও ছুটি দেওয়া হয়নি। আমরা নিজ উদ্যোগে কয়েকটি বাগানের শ্রমিকদের কাজ থেকে বিরত রাখছি। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও চা শ্রমিকদের জন্য সরকারি কোনও খাদ্য ব্যবস্থা করতে পারিনি। তবে আজ শ্রমিকরা খাদ্যের জন্য বিক্ষোভ করেছি আমি বিষয়টি শুনেছি।’

চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের সহকারী ম্যানেজার দেবাশীষ দাশ জানান, ‘চা শ্রমিকদের ছুটির বিষয়ে এখনও কোনও নির্দেশনা পাইনি। আমরা চা শ্রমিকদের কোনও ধরনের চাপ প্রয়োগ করিনি।’ সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত বাগানের কোনও শ্রমিক প্রশাসনের সহযোগিতা পাননি।’

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের লস্কর বলেন, ‘আমরা পর্যায়ক্রমে সবাইকে খাদ্য সামগ্রী দিচ্ছি। চা শ্রমিকরা আমার কাছে আসেনি। তবে সবাইকেই দেওয়া হবে।’