ঝালকাঠিতে জ্বরে শিশুর মৃত্যু, ৩০ জন হোম কোয়ারেন্টিনে

ঝালকাঠিঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের সরদারপাড়া গ্রামে মঙ্গলবার রাতে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এদিকে এ মৃত্যুর খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ওই বাড়ির ৬ পরিবারের ৩০ জনকে হোম কোয়ারন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুজ্জামান সোহাগ জানান, শিশুটি গত ২/৩ দিন ধরে জ্বরে ভুগছিলো। মঙ্গলবার ফ্রিজের তরমুজ খাওয়ানোর পর দেখা দেয় ডায়রিয়া। গুরুতর অসুস্থ হয়ে শিশুটি বাড়িতেই মারা যায়। খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক যান এবং হোম কোয়ারন্টিনের নির্দেশ  দেন।