সুনামগঞ্জে চিকিৎসকদের পিপিই দিলেন পরিকল্পনামন্ত্রী

সিভিল সার্জনের হাতে পিপিই তুলে দেওয়া হচ্ছে সুনামগঞ্জের ১১ উপজেলা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারদের জন্য ৬৫টি পিপিই দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন সিভিল সার্জন ডা. শামসুদ্দিনের হাতে এই পিপিই তুলে দেন।

এ সময় সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট বিশ্বজিৎ গোলদার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, জগন্নাথপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মধুসূদন ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সুনামগঞ্জ সদর হাসপাতালের জ্বর ও সর্দি-কাশিতে ভোগা রোগীদের জন্য আলাদা চিকিৎসা কর্নার উদ্বোধন করা হয়।