বাগেরহাটে পুলিশ সদস্য আইসোলেশনে

বাগেরহাটকরোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত এক পুলিশ সদস্য (২৪) আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি ভর্তি হন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. একেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, দুপুরে ওই পুলিশ সদস্য জ্বর ও কাশি নিয়ে নিজেই এসে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি থাকায় তাকে  আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে ওই পুলিশ সদস্যের সর্দি ও গলা ব্যথা নেই।

এর আগে বাগেরহাটে চার জনের নমুনা সংগহ করে পরীক্ষা করা হলেও তাদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।