খাবার নিয়ে কর্মহীন মানুষের পাশে পুলিশ

92061800_790965034729211_1420216543710543872_n

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ডিমলায় অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোখলেছুর রহমান। এসময় নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলার পচার হাট, বাবুরহাট, দক্ষিণ তিতপাড়া, উত্তর তিতপাড়া, রাম ডাঙ্গা, আমতলা বাজার, নাটাবাডি, সরদার হাট, ছাতনাই বালাপাড়া, দক্ষিণ সুন্দর খাতা, উত্তর সুন্দর খাতা, মধ্য সুন্দর খাতা, দোহল পাড়া, খগা খড়িবাড়ী এলাকার তিনশ' পরিবারের মধ্যে এসব খাবার বিতরণ করেন। এসময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ৫০০ গ্রাম, এক লিটার তেল, দুটি করে সাবান ও মাস্ক দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, 'এই দুর্যোগে জেলা পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডোমার, ডিমলা) জনাব জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখসহ অন্যান্য কর্মকর্তারা।