অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে গেলেন তথ্য প্রতিমন্ত্রী

Untitled

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চার শতাধিক অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। শুক্রবার (৩ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কর্মহীন দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষদের হাতে চাল, ডাল, তেল, আলু ও সাবান তুলে দেন তিনি।

এসময় সরকারের নির্দেশনার বাইরে কোনও কথায় কান না দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। ড. মুরাদ বলেন, 'সবাই সর্তক ও সচেতন হোন। গুজবে কান দেবেন না। একটি মানুষও অভুক্ত থাকবে না। প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলুন। '

তিনি আরও বলেন, 'সামনের ১৪ দিন সর্তক থাকতে হবে। যারা চিকিৎসক, রোগীদের প্রতি মানবিক হবেন। অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দের এক ছটাক চাল বিতরণে অনিয়ম হলে, সে যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।'

 

1111111111111111111

 

এর আগে, শুক্রবার সকালে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে তথ্য প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৮ ইউনিয়নের চেয়ারম্যান এবং মেয়রের হাতে পিপিই তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার মিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুিক্তযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা . সাহেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, যুগ্ম সম্পাদক রমেশ চন্দ্র সূত্রধর, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চলমান করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৪১ মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা জিআর বরাদ্দ পাওয়া গেছে।