সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন

সৈকতে পড়ে আছে মৃত ডলফিনকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতের শামলপুর এলাকায় শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে গত দুদিনে উপকূলে দুটি ডলফিন ভেসে এলো। ধারণা করা হচ্ছে, মাছ ধরা জালে আটকা পড়ার পর জেলেরা ডলফিন দুটিকে মেরে ফেলেছে।

গত কয়েকদিন আগেও পর্যটকশূন্য কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতে বিরল ডলফিনগুলোকে দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে সম্প্রতি সৈকতে ডলফিনের আনাগোনা কমে গেছে।

পরিবেশবাদীরা জানান, ডলফিন খাবারের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানেন। মাছধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলেন। এ সময় জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যায়।

স্থানীয় যুবলীগ নেতা দেলোয়া হোসেন বলেন, 'দুপুরে টেকনাফের শামলাপুর সমুদ্রে সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এ সময় সেটি দেখতে লোকজন ভিড় করে। অনেককে আবার ছবি তুলতে দেখা গেছে। বিকাল পর্যন্ত ডলফিনটি সেখানে পড়ে ছিল।

কক্সবাজারের পরিবেশ-বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, ‘এ সময়ে ডলফিন মারা যাওয়ার কথা না। হয়তো দুটি কারণে ডলফিন মারা যাচ্ছে। এক পানি দূষণ, আরেক জেলেদের জালে আটকা পড়া। এসব ডলফিন রক্ষার্থে জেলেদের সচেতনতা এবং পানির দূষণ কমানো দরকার।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর তিনি জানেন না।