শ্রীমঙ্গলে করোনা সন্দেহে আইসোলেশনে কিশোরী, হোম কোয়ারেন্টিনে ১৩৪

মৌলভীবাজারশ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিশোরীকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে ওই কিশোরীকে শ্রীমঙ্গল থেকে সিলেটে পাঠানো হয়। কিশোরীর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর মুসলিমবাগ এলাকায়।

এদিকে কিশোরীকে আইসোলেশনে পাঠানোর পর উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় চলাচল সীমিত করে কিশোরীর বাড়িতে যাওয়ার সড়কে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই বাড়িসহ আশপাশের বাড়ির আরও ১৩৪ জনকে হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘মেয়েটির শ্বাসকষ্ট রয়েছে, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

শ্রীমঙ্গলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সিলেট থেকে মেয়েটির মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত তার বাসায় প্রবেশের সড়কে লাল পতাকা টানানো থাকবে। পাশাপাশি ওই বাসা সংলগ্ন সড়কে সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা হবে।’

জেলার সিভিল সার্জন তৌহিদ আহমদ বলেন, কিশোরীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। রোগীর নমুনা পাঠানো হবে ঢাকায়। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে প্রকৃত কারণ।