পায়ে হেঁটে বাড়ি ফিরছেন গার্মেন্টসকর্মীরা

91907340_860324241098568_7958710184879063040_nকাজে যোগদান করতে গতকাল শনিবার ঢাকায় যাওয়ার পর পায়ে হেঁটে বাড়ি ফিরছেন গার্মেন্টসকর্মীরা। রবিবার (৫ এপ্রিল) সকালে গার্মেন্টেসে তালা এবং বন্ধের নোটিশ দেখে আবার বাড়ি ফিরে আসেন তারা।

বাড়ি ফিরে আসা কর্মীদের অভিযোগ, মার্চের বেতন-ভাতা ছাড়াই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। আসার সময় কেউ ভ্যানে, পিকআপে কিংবা পায়ে হেঁটে এসেছেন। ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড়ে এসব গার্মেন্টসকর্মীকে পায়ে হেঁটে কোলে কিংবা কাঁধে শিশুকে রেখে বাড়ি ফিরতে দেখা গেছে। আসার সময় পথে পথে নানা দুর্ভোগের কথা জানিয়েছেন তারা।

জিটিএল গার্মেন্টেসের কর্মী রিয়াজুল জানান, শনিবার ময়মনসিংহের তারাকান্দা থেকে খুব কষ্টে ঢাকায় গিয়েছিলেন কাজে যোগদান করার জন্য। সকালে গার্মেন্টেসে গিয়ে দেখেন প্রধান ফটকে তালা এবং বন্ধের নোটিশ। কোনও কর্মকর্তাকে কিছু বলার মতো পাওয়া যায়নি। তিনি আরও জানান, বেতন ছাড়াই সকালে ঢাকা থেকে আসার পথে পাঁচবার পিকআপ বদলাতে হয়েছে। পরে গাড়ি না পেয়ে ভালুকা থেকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ৪ ঘণ্টা পায়ে হেঁটে ময়মনসিংহে এসেছেন তারাকান্দায় যাওয়ার জন্য। এখন ভ্যান পাওয়া গেলে যেতে পারবেন। পথে গার্মেন্টকর্মীদের চরম দুর্ভোগের কথা জানিয়েছেন রিয়াজুল।

92110402_250115136165663_1341460385533788160_nগার্মেন্টকর্মী রিতা জানান,  মালিকরা কর্মীদের সঙ্গে তামাশা করেছে। বন্ধটা দুদিন আগে জানালে তাদের কষ্ট করে গাজীপুর যেতে হতো না। আজ কাজে যোগ দিতে গিয়ে দেখা যায় বন্ধের নোটিশ। বেতন তো দূরে থাক তাদের যাতায়াত খরচও গার্মেন্ট মালিকরা দেননি। গাজীপুর থেকে বাড়ি আসার সময় পুলিশ তাদের পিকআপ তিনবার আটকে দেওয়ায় খুব কষ্টে ময়মনসিংহ ব্রিজ পর্যন্ত এসেছেন। এরকম দুর্ভোগে সবাইকে পড়তে হচ্ছে বলে জানান তিনি।