সর্দি-জ্বরে মারা যাওয়া দোকানি করোনায় আক্রান্ত ছিলেন

মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে নিজ বাড়িতে সর্দি ও জ্বর নিয়ে মারা যাওয়া দোকানি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। রবিবার (৫ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

তিনি বলেন, 'ঢাকা থেকে ফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, রাজনগরে মারা যাওয়া দোকানি করোনা পজিটিভ ছিলেন। মৌলভীবাজার জেলায় এই প্রথম কোনও ব্যক্তি করোনা পজিটিভি শনাক্ত হলেন। শনিবার (৪ এপ্রিল) মারা যাওয়া সেঞ্জু মিয়া (৪০) মুদি দোকানদার ছিলেন।

সিভিল সার্জন জানান, সেখানে বাড়ির আশপাশের ৬১ জনকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া আছে। ওই বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছিল।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশিম বলেন, 'ওই বাড়ি শনিবারে লকডাউন করা হয়েছে। এখন আকুয়া গ্রামটি লকডাউন করা হবে।'

মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, 'মারা যাওয়া ব্যক্তি স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 'সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ডিসি।