ময়মনসিংহে তিন করোনা রোগী শনাক্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবপ্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর শনাক্ত হয়েছে। রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর এই তিন জনকে শনাক্ত করা হয়।

এই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ জানান, রবিবার ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ৩৩ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য আসে। পরীক্ষা শেষে শেরপুর জেলার দুই নারী ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এক পুরুষের শরীরে করোনা ভাইরাস এর অস্তিত্ব পাওয়া যায়।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব

এই প্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগে তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানান অধ্যক্ষ।

উল্লেখ্য, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তথ্য মতে, রবিবার পর্যন্ত করোনাভাইরাসে সারাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৮৮ জন। এরমধ্যে ৫৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। আক্রান্ত অপর ৩৪ জন দেশের অন্যান্য ১১ জেলার বাসিন্দা। এই ভাইরাসে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার।