বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা, সাত যুবককে জরিমানা

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় সাত যুবককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়াতে রয়েছে নিষেধাজ্ঞা। এ বিষয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। কিন্তু, সরকারি আদেশ অমান্য করে ওই সাত যুবক কারণ ছাড়াই উপজেলা ফটকের সামনের রাস্তা দিয়ে ঘোরাফেরা করছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ওই সাত যুবককে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে অকারণে ওই সাত যুবক ঘোরাফেরা করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।’