ঝালকাঠিতে করোনা সন্দেহে দুইজনকে হাসপাতালে ভর্তি, আরও ৭ জনের নমুনা সংগ্রহ

 

 

ঝালকাঠি

ঝালকাঠিতে করোনাভাইরাস সন্দেহে দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাদের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এদের একজনের বাড়ি নলছিটি পৌরসভার মালিপুর এলাকায়, অপরজনের বাড়ি কাঁঠালিয়া উপজেলার আনলবুনিয়া গ্রামে। এরা দুইজনই জ্বর, সর্দি, কাশি, বুকে ও গলাব্যথায় আক্রান্ত।

জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার সকালে ঝালকাঠি থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে জেলায় ১৩ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এখন পর্যন্ত এদের করোনা পরীক্ষার কোনও রিপোর্ট আসেনি।