জ্বর-কাশি নিয়ে শিশুর মৃত্যু, পরিবার হোম কোয়ারেন্টিনে

Jhalakati Hospital Photo

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি ছয় বছর বসের শিশু জ্বর-সর্দি ও কাশি নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা গেছে। এরপর তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শিশুটি মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে মারা যায়। তার বাড়ি ঝালকাঠির নলছিটির বিকপাশা গ্রামে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, 'শিশুটি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল। কিন্তু তার জ্বর-সর্দি ও কাশি থাকায় এলাকাবাসীর আতঙ্কের কারণে শিশুটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।'

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির বলেন, 'অন্য কোনও করণে শিশুটির মৃত্যু হয়েছে। সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল না।'