ঢাকা থেকে পালানো করোনা রোগী রাজবাড়ীতে স্বামীসহ আইসোলেশনে

করোনা আইসোলেশন ওয়ার্ড (প্রতীকী ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক নারীকে (২৯) রাজবাড়ীর নিজ বাসা থেকে আটক করে আবারও জেলা সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এবার তার স্বামীকেও আইসোলেশনে পাঠিয়েছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন। একইসঙ্গে আক্রান্ত এলাকা জেলা সদরের দাদশী ইউনিয়নকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে গত ৪ এপ্রিল থেকে ভর্তি ছিল। সেখান থেকে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সে পালিয়ে বাড়ি চলে আসে। খবর পেয়ে রাতেই পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। পরে আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে স্বামীসহ তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্বাস্থ্যবিভাগের লোকজন। তাদের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। আজ ওই এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।