ভারতে আটকে থাকা তাবলিগ জামাতের সেই দলটি হিলি দিয়ে প্রবেশ করবে না

HILI EMEGRATION PIC

তাবলিগ জামাতে অংশ নিতে ভারতে গিয়ে আটকে থাকা বাংলাদেশিদের সেই দলটি দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করছে না বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। এর আগে, হিলি দিয়ে তাদের দেশে আসার খবরে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। যদিও তাদের কেউ আক্রান্ত কিনা তা জানা যায়নি। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান তার নিজ ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। 

সীমান্ত সূত্রে জানা গেছে, সেই দলটি দেশে প্রবেশের জন্য ভারতের হিলিতে অবস্থান করলেও সেখান থেকে চলে গেছেন। তারা ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারে।