করোনা সন্দেহে নারী হাসপাতালে, কয়েকটি বাড়ি লকডাউন

গোপালগঞ্জ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গোপালগঞ্জের এক নারীকে (২৮) মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। এরপর ওই নারীর বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, মঙ্গলবার ওই নারী গোপালগঞ্জ জেনারেল হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। এছাড়া তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসক ধারণা করেন। এ কারণে তাকে মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই নারীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, এক অটোরিকশা চালক ও স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।