কুমিল্লায় মারা যাওয়া কৃষকের করোনা নেগেটিভ

comilla loacdown-02কুমিল্লার দাউদকান্দির মারুকা ইউনিয়নের চক্রতোলা গ্রামের করোনা উপসর্গে মৃত কৃষকের টেস্টের ফল নেগেটিভ এসেছে। এছাড়া শহরের বাগিচাগাঁওয়ের উপসর্গযুক্ত ব্যক্তির করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।  

কুমিল্লায় ৬১টি পরীক্ষার বুধবার ২৪টি রিপোর্টসহ এ পর্যন্ত ৫৪টির রিপোর্ট এসেছে। সবগুলো নেগেটিভ। কুমিল্লার কেউ করোনায় আক্রান্ত নন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
উল্লেখ্য, ৬ এপ্রিল কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় এক ব্যক্তির করোনা সংক্রমণ সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হয়। পশ্চিম বাগিচাগাঁও এলাকার একজনের নমুনা সংগ্রহ করা হয়। তার বয়স ২১। অসুস্থ ব্যক্তির বড় ভাই বলেন, ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর। কাশির কারণে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যথা ছিলো। তাকে নেবুলাইজ  করা হতো নিয়মিত। মোবাইল ফোনে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায় সুস্থ আছে।