হুইপের দেওয়া ত্রাণ পেলেন ১১৫০ জন ইজিবাইকচালক

হুইপের দেওয়া ত্রাণ পেলেন ১১৫০ ইজিবাইকচালককরোনাভাইরাস পরিস্থিতিতে উপার্জন বন্ধ হয়ে যাওয়া দিনাজপুর শহরের এক হাজার ১৫০ জন ইজিবাইক চালকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড়ময়দানে অটোবাইক সমিতির নিবন্ধনকৃত সদস্যদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে চালকরা তাদের কাজ করতে পারছেন না। জাতীয় উপার্জন কমে গেছে। তাছাড়া ৯ এপ্রিল থেকে দিনাজপুর শহরে ইজিবাইক চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমিক ভাইদের সহযোগিতা প্রয়োজন। আমাদের সরকার যতদিন ক্ষমতায় থাকবে একটা মানুষও একবেলা না খেয়ে থাকবে না। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে তবে সবার সহযোগিতা প্রয়োজন করোনাভাইরাস মোকাবিলায়।’ এজন্য সবাইকে বাড়িতে থাকা অনুরোধ জানান তিনি।