চাঁদপুর জেলা লকডাউন

লকডাউনকরোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল ২০১৮ এর (১১) (১) (২) (৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ বা অন্য কোনও জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরকম নিষেধাজ্ঞা থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন–চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।