করোনা সচেতনতায় র‌্যাবের অভিনব পদক্ষেপ

করোনা সচেতনতার অভিনয় প্রদর্শনহবিগঞ্জে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মাস্ক ব্যবহার না করা, তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ করোনা বিষয়ক সরকারি নির্দেশনা অমান্যের প্রবণতা বন্ধে অভিনব পদক্ষেপ নিয়েছে র‌্যাব-৯। নির্দেশনা অমান্য করা ব্যক্তি ও যুবকদের দিয়ে করোনা সচেতনতার অভিনয় প্রদর্শন করা হয়। এ সময় মাস্ক ছাড়া বাইরে আসা ব্যক্তিদের র‌্যাবের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক দেওয়া হয়।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ পৌর শহরের বাজার পয়েন্ট এলাকায় এ কার্যক্রম গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, হবিগঞ্জ জেলা শহরে কিছু মানুষ সরকারি নির্দেশনা না মেনে মোটরসাইকেলে ও পায়ে হেঁটে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন– এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ফলে বাড়ছে করোনার প্রাদুর্ভাব ঘটার শঙ্কা। মূলত এই জনমতের পরিপ্রেক্ষিতে সচেতনতামূলক এই কার্যক্রম গ্রহণ করে র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্প। অভিযানকালে হতেনাতে আটক আইন অমান্যকারীদের করোনা থেকে বাঁচার উপায় যেমন– সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি অভিনয়ের মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, ‘কম বয়সীদের আইন অমান্য করার প্রবণতা অন্যদেরও প্রভাবিত করছে। এই পরিস্থিতি চলতে থাকলে হবিগঞ্জের করোনা পরিস্থিতি যেকোনও সময় খারাপ দিকে মোড় নিতে পারে। তাই সরকারি নির্দেশনা অমান্যকারীদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টির পাশাপাশি করোনা প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।’