করোনা সংক্রমিত জেলা থেকে কুষ্টিয়ায় প্রবেশ নিষেধ

কুষ্টিয়াকরোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমিত সব জেলার ব্যক্তি ও পরিবহন প্রবেশে কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ১০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর ও গাজীপুরসহ করোনাভাইরাস সংক্রমিত যে কোনও জেলা থেকে কোনও ব্যক্তি ও পরিবহন এ জেলায় প্রবেশ করতে পারবে না।

প্রবেশে নিষেধাজ্ঞা নিশ্চিত করতে জেলার প্রধান প্রধান প্রবেশ পথে (কুষ্টিয়া সদরের ইসলামী বিশ্ববিদ্যালয় ও মনোহরদিয়া, কুমারখালি উপজেলার চরসাদিপুর, খোকসা উপজেলার শিমুলিয়া ও কালিতলা, ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু এবং দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ও কাজীপুর) সার্বক্ষণিক ব্যারিকেড ও চেকপোস্ট স্থাপন করা হলো।

জরুরি সেবাসসূহ- চিকিৎসা, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও কৃষিপণ্য সংশ্লিষ্ট যানবাহন ও ব্যক্তি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।