গোবিন্দগঞ্জে সর্দি-শ্বাসকষ্টে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

Gaibandha hospital

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১১ বছর বয়সের এক শিশুর মুত্যু হয়েছে। শুক্রবার (১০ মার্চ) ভোরে উপজেলার রাখাল বুজরুজ দক্ষিণ মিয়াপাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রিমা খাতুন ওই গ্রামের এনামুল হকের মেয়ে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিক্যাল দল মৃত শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন।

রাখাল বুজরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদত হোসেন জানান, রিমা দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিল। তার মা-বাবা ঢাকায় থাকলেও শিশুটি বাড়িতেই ছিল। এখন কাজ না থাকায় ৫ এপ্রিল তার বাবা-মা ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন। সম্প্রতি সর্দি-শ্বাসকষ্টে ভোগার পর শুক্রবার ভোরে মারা যায় রিমা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, শিশুর মৃত্যুর খবর পেয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর মৃত্যুর কারণ বলা যাবে।