দেশে প্রথম ব্যক্তি অর্থায়নে নির্মিত হলো করোনাভাইরাস টেস্টিং ল্যাব (পিসিআর মেশিন)। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে নির্মিত পিসিআর ল্যাবটি আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর ব্যক্তিগত সহকারী এমদাদুল হক।
এর আগে, গত ১৬ এপ্রিল এই ল্যাবরেটরিতে করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদফতর।
নারায়ণগঞ্জে করোনাভাইরাস টেস্টিং ল্যাব উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
এ ব্যাপারে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, ল্যাবে করোনা পরীক্ষার মেশিন পিসিআর বসানো হয়েছে। এছাড়া টেস্টিং কিটসহ ল্যাবের যাবতীয় সরঞ্জামও আনা হয়েছে। এটি স্থাপনের পর নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষও দ্রুত সময়ে করোনা পরীক্ষা করাতে পারবেন।