করোনা আক্রান্ত আরও ৪ জন ফিরেছেন বাড়িতে

বরগুনাবরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত চার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৭০ বছর বয়সী একজন এবং দু’জন ষাটোর্ধ্ব রোগী ছিলেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পাওয়া সুস্থ হওয়া রোগীদের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

বরগুনা সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ষাটোর্ধ্ব একজনসহ আরও পাঁচ জন। সবমিলিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ভর্তি হওয়া ১১ জন করোনা রোগীর মধ্যে ১৬ দিনের ব্যবধানে ৯ জনই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিন-তিনবার ফলোআপ টেস্টে নেগেটিভ আসার পরেই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বরগুনা জেনারেল হাসপাতালে থাকা বাকি দু’জন করোনারোগীও সুস্থ হওয়ার পথে জানিয়েছে কর্তৃপক্ষ।

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এম কে আজাদ (এফসিপিএস) বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে এখন অবধি কোনও মৃত্যু নেই। জেলার দুটি উপজেলায় যে দু’জনের মৃত্যু হয়েছে তাদের কেউই বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নেননি। তারা চিকিৎসা নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে।