কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

96213932_275987306776539_1371257545783508992_n

সুনামগঞ্জ সদর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় উপজেলা অডিটোরিয়ামে লটারি অনুষ্ঠিত হয়। চলতি মওসুমে উপজেলার ৯টি ইউনিয়নের ৫০৮৫ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১৯৯০ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।

লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক বড় কৃষক তিন টন, মাঝারি কৃষক দুই টন ও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক একটন করে ধান বিক্রি করতে পারবেন। মোট বরাদ্দের ২০ ভাগ পাবেন বড় কৃষক, ৩০ ভাগ পাবেন মাঝারি কৃষক ও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পাবেন ৫০ ভাগ। এজন্য উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক বোরো চাষিদের তালিকা সংগ্রহ করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন টিপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশোক রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, 'প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। লটারিতে স্থানীয় কৃষক প্রতিনিধিসহ উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।