ঝিনাইগাতীতে জেলা প্রশাসন কেটে দিলো কৃষকের ধান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উন্নত প্রযুক্তি দিয়ে কৃষকের ধান কেটে দিলো প্রশাসন।

 ‘কৃষকের পাশে প্রশাসন’ এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে জেলা প্রশাসনের অর্থায়নে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে বোরো ধান কাটা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বন্দভাটপাড়া এলাকার প্রান্তিক কৃষক সচিন্দ্র ও হারু মিয়ার দুই একর জমির বোরো ধান কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক, মোহাম্মদ আলী প্রমুখ।

কৃষক সচিন্দ্র বলেন, বোরো ধান আবাদে জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। হাতে টাকা না থাকায় সংসার চালাতেও হিমশিম খাচ্ছিলাম। এমন সময় স্যারেরা পাশে এসে দাঁড়িয়েছেন।

তিনি বলেন,  এক একর জমির বোরো ধান কাটতে কমপক্ষে ১১ হাজার টাকা খরচ হতো। কিন্তু জেলা প্রশাসনের অর্থায়নে ধান কাটায় তার এ টাকা বেঁচে গেল। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে কৃষকদের জমির পাকা ধান কাটা, মাড়াই ও প্যাকেটজাতকরণের সমস্যার সমাধানে সহায়তা হিসেবে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টারের সুবিধা প্রদান কার্যক্রম শুরু করা হলো। এই সহায়তা ক্রমান্বয়ে সকল ইউনিয়নে দেওয়া  হবে।