ডিসির কাছে চাঁদা দাবির অভিযোগে একজন আটক

Froud 17.5.2020

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমের মোবাইল ফোনে কল দিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজু আহম্মেদ বাপ্পী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার সাবরুল গ্রাম থেকে তাকে আটক করে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ। আটক রাজু আহম্মেদ রংপুর জেলার সদর উপজেলার পাকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় রাজু আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ১৪ মে অফিস চলাকালীন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমকে ফোন করে মুরাদ পরিচয় দিয়ে চাঁদা দাবী করা হয়। জেলা প্রশাসক বিষয়টি দিনাজপুর কোতোয়াল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বগুড়া থেকে ওই ব্যক্তিকে আটক করে। তাকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।