ওই সময় ঘাটে আটকে থাকা হাজার খানেক প্রাইভেটকার ও মাইক্রোবাস উল্টোপথে ঘুরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল পুনঃস্থাপিত হয়েছে। বর্তমানে ৮টি ফেরি দিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে।
এদিকে ঘাট এলাকায় ঢাকা থেকে আসা যানবাহনগুলোকে কঠোর নজরদারিতে রেখেছে পুলিশ। জেলার প্রবেশ পথের চেকপোস্টে পুলিশি টহলও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
পাটুরিয়া ঘাট বন্ধ, মাঝ নদীতে রাখা হয়েছে ফেরি
যানজট-জনসমাগম এড়াতে আটকে দেওয়া হচ্ছে পাটুরিয়া ঘাটমুখী যান