সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টিনে নির্মাণশ্রমিকের মৃত্যু

করোনাভাইরাসহোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সিরাজগঞ্জের এক নির্মাণশ্রমিক (৪৫) মারা গেছেন।  বুধবার (২০ মে) তিনি মারা যান বলে নিশ্চিত করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা।

সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের অধিবাসী ওই রোগীর নমুনা গত ১৭ মে সংগ্রহ সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করা হলেও তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত কি-না, বুধবারও তা জানা যায়নি।

ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, ‘ঢাকা থেকে বাড়ি আসার পর স্থানীয়দের তৎপরতায় গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করার পর তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।  করোনা উপসর্গ থাকলেও তিনি বা তার স্বজনরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরে আর যোগাযোগ করেননি। সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান বলে স্থানীয়রা জানায়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস আহম্মেদ জানান, নমুনা সংগ্রহ করা হলেও ওই ব্যক্তি জন্ডিস অথবা লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। বিকালে কুড়ালিয়ার পারিবারিক কবরস্থানে সতর্কতার সঙ্গে তার দাফন ও জানাজা সম্পন্ন হয়েছে।