পঞ্চগড়ে ঢাকা ফেরত দম্পতিসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসপঞ্চগড়ে এক দম্পতিসহ নতুন করে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা ফেরত। আক্রান্ত স্বামী (৩৫) ও স্ত্রীর (৩০) বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ব্রহ্মতল গ্রামে। অপর আক্রান্ত যুবকের (২০) বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কামাতপাড়া গ্রামে। এ নিয়ে জেলায় মোট ২৭ জন করোনা পজিটিভ শনাক্ত হলো।  সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বুধবার (২০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার ২৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে এই তিন জনের পজিটিভ হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী জানান, ঢাকা থেকে ফেরার পর ওই স্বামী-স্ত্রীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। গত ১৭ মে তাদের নমুনা সংগ্রহ করে ১৮ মে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে বুধবার রিপোর্ট পাওয়া যায়।

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ৮৯৪ জনের সংগ্রহ করে ৮১৫ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আট জন করোনামুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। অন্য আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।