কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে হ্যাপি আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে মুমূর্ষু অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত‌‌্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়ার পর করোনাভাইরাস সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মৃত হ্যাপি আক্তার জেলার নিকলী উপজেলার সিংপুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।

জানা যায়, হ্যাপি আক্তারের শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট দেখা দেয়। পরে গভীর রাতে শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে শনিবার (২৩ মে) ভোরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে কিশোরগঞ্জে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে সেখান থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।