উপসর্গ নিয়ে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাইয়ের করোনা পজিটিভ

মানিকগঞ্জকরোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপতালে তিনি মারা যান। মৃত ব্যক্তির ছোট ভাইও করোনা পজিটিভ, তিনি বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে ঠাণ্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলশনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে শনিবার ভোরে তিনি মারা যান। মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির ছোট ভাইও করোনা পজিটিভ। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। বুধবার ইমরানের নমুনা পরীক্ষা করলে তার ফল পজিটিভ আসে।

এদিকে জেলায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে, ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির লাশ দাফনের উদ্যোগ নিয়েছিল উপজেলা প্রশাসন।