বান্দরবানে পোশাক শ্রমিকের করোনা পজিটিভ, কারখানা লকডাউন

পোশাক কারখানা লুম্বিনী লিমিটেড এক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বান্দরবানে লুম্বিনী লিমিটেড নামে একটি পোশাক কারখানা লকডাউন করেছে প্রশাসন। একই সঙ্গে কারখানাটির ৫৪১ জন শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার (২৫ মে) রাতে প্রশাসন এই নির্দেশনা জারি করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, সোমবার বিকালে পোশাক কারখানাটির এক শ্রমিক করোনা পজিটিভ হওয়ার পর রাতেই কারখানাটি লকডাউন করে দেওয়া হয়। সেই সঙ্গে কারখানাটির শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার এবং আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বান্দরবান জেলা শহরের কাছে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় এই পোশাক কারখানাটি অবস্থিত। কারখানাটিতে প্রায় সাড়ে পাঁচশ’ শ্রমিক কাজ করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বান্দরবানে এ পর্যন্ত দুই পুলিশ ও এক চিকিৎসকসহ মোট ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২৪৯ জন হোম কোয়ারেন্টিনে ও ২৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।