সাবেক সংসদ সদস্য এমএ মতিন মারা গেছেন

এম এ মতিনচাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, প্রবীণ বিএনপি নেতা এম এ মতিন মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)। এ তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রবীণ এই রাজনীতিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

শেখ ফরিদ আহমেদ মানিক জানান, বর্তমান করোনা পরিস্থিতির কারণে তার মরদেহ চাঁদপুর শহরে আনা হবে না। গ্রামের বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় এলাকার মুন্সিবাড়িতে তাকে দাফন করা হবে।

এলাকাবাসী জানান, এম এ মতিন হাজীগঞ্জ-শাহরাস্তিতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘প্রবীণ এ রাজনীতিকের শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়।