করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

100049603_260739445337875_8190739041356873728_n

 

করোনার উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ (৩৫) নামে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে। বুধবার (২৭ মে) রাত সোয়া ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোহেল বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, কনস্টেবল সোহেলের শ্বাসকষ্ট ও ডায়াবেটিকের সমস্যা ছিল। অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকালে তাকে শেরেবাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। ওই রাতেই তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর মারা গেলেও কনস্টেবল সোহেল করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।