চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে




চট্টগ্রাম শিক্ষা বোর্ডমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার এই শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। গত বছরের চেয়ে এবার ৬ দশমিক ৬৪ শতাংশ পরীক্ষার্থী বেশি পাস করেছে।



রবিবার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন। গতবারের চেয়ে এবার ১ হাজার ৬১৫ জন জিপিএ-৫ বেশি পেয়েছে।
নারায়ণ চন্দ্র নাথ জানান, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন।