ভৈরব নদে স্কুলছাত্রীর লাশ

চুয়াডাঙ্গা

ভৈরব নদ ভ্রমণে বের হয়ে ভেলা ডুবে ডুবে যাওয়া দুই বান্ধবীর একজন তাজনুর খাতুনকে (১৩) জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় মাহফুজা খাতুন (১৩)। রবিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ ভেসে উঠলে মাহফুজার লাশ উদ্ধার করে গ্রামবাসী। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে।


কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাসুম আলীর মেয়ে মাহফুজা ও ফার্নিচার ব্যবসায়ী জসিম উদ্দিনের মেয়ে তাজনুর বান্ধবী। তারা দুজনই কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তাদের বাড়ির পাশ দিয়ে ভৈরব নদ বয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ভৈরব নদে পানি বৃদ্ধি পেয়েছে। বিকালে তারা নদের পাড়ে বেড়াতে গিয়ে ভেলা দেখতে পায়। দুই বান্ধবী ভেলা নিয়ে নদ ভ্রমণে বেড়িয়ে পড়ে। তারা ভেলা বাইতে-বাইতে কুলতলা দক্ষিণপাড়া জামে মসজিদের কাছে চলে আসে। এখানে পানির স্রোত বেশি থাকায় তাদের ভেলাটি উল্টে যায়। এসময় এলাকাবাসী তাজনুরকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় মাহফুজা। ডুবুরি আসার আগেই মাহফুজার মরদেহ নদের পানিতে ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।