ছাত্রলীগ নেতা বাপ্পি হত্যা মামলায় আরেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম

বারো আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম নিবিলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিনগত রাতে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মোরশেদুল আলম নিবিলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। মোরশেদুল আলম নিবিল লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিল।

রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'নিবিল ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার এজহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এর আগেও এই মামলায় নিবিলকে গ্রেফতার হয়েছিল। তখন সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।'

উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর লোহাগাড়া উপজেলার পুরাতন বিওসি মোড় থেকে বাপ্পীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।