রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-এমপিদের ছবি নিয়ে ‘সিনেমার পোস্টার’: আইসিটি মামলা

আব্দুস সালামসামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক ও বর্তমান মন্ত্রী এমপিদের আপত্তিকর ছবি দিয়ে সিনেমার পোস্টারের আদলে পোস্টার বানিয়ে পোস্ট করা হয়েছে। ‘ভদ্র পোলা আমি’ নামে একটি ফেসবুক আইডিতে এটি পোস্ট করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ পঞ্চগড় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়েছে, ওই আইডি যিনি চালান তার নাম আব্দুস সালাম। মামলার পর থেকেই আব্দুস সালাম পলাতক রয়েছে।

অভিযুক্ত আব্দুস সালামের বাড়ি পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া উচাভিটা এলাকায়। সে ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) তার বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুস সালামের ওই আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগসহ ১৪ দলের সাবেক ও বর্তমান মন্ত্রী-এমপিদের আপত্তিকর ছবি যুক্ত করে একটি সিনেমার পোস্টার তৈরি করে পোস্ট করা হয়। ছবির নাম দেওয়া হয় ‘নগর মাস্তান’। পোস্টারে ছবির নামের ওপরে লেখা হয়েছে ‘প্রতিবাদী ছাত্রদল রকিবুল ইসলাম রকিব পরিচালিত’।

গত ২২ জুন আব্দুস সালাম নামের ওই যুবকের ‘ভদ্র পোলা আমি’ আইডির স্টোরিতে এই ছবিটি শেয়ার করা হয়। পরে বিষয়টি নজরে আসলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা বিভিন্নভাবে আইডি নিয়ে খোঁজ করেন। পরে তারা নিশ্চিত হন, এটি জেলা শহরের কামাতপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে আব্দুস সালামের। ছাত্রলীগ-যুবলীগের নেতারা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মারধর করেন। এসময় সে মোবাইল ফোন রেখে পালিয়ে যায়। মোবাইলটি পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ ওই যুবককে আসামি করে পঞ্চগড় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তার আইডি হ্যাক হয়েছে কিনা বা পোস্টারটি তার তৈরি কিনা এমন অনেক বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।’